Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘হাউসফুল ফোর’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আরও দুটি ফিল্মের সঙ্গে বলিউডের ‘হাউসফুল ফোর’ মুক্তি পাচ্ছে আগামীকাল। অন্য দুটি ফিল্ম- ‘ষান্ড কি আঁখ’ এবং ‘মেড ইন চায়না’। তিনটি ফিল্ম নিয়েই আগে থেকে সংবাদ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। ‘হাউসফুল ফোর’ মুক্তি পাবে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে। রিইনকারনেশন কমেডিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ফিরিজি খান। সঙ্গীত পরিচালনা করেছেন সোহেল সেন, ফারহাদ সামজি, স›দ্বীপ শিরোদকার এবং দেবী শ্রী প্রসাদ। ফরহাদ সামজির পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি সানোন, পূজা হেগড়ে, কৃতি খারবান্দা, চাঙ্কি পান্ডে, জনি লিভার, জিগলি, রঞ্জিত, রানা দাগ্গুবাতি, নেওয়াজউদ্দিন সিদ্দিকি এবং শারদ কেলকার। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে বায়োগ্রাফিকাল ড্রামা ‘ষান্ড কি আঁখ’ মুক্তি পাবে। অনুরাগ কাশ্যপ এবং নিধি পারমার চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। তুষার হিরানন্দানির পরিচালনায় অভিনয় করেছেন তাপসী পান্নু, ভূমি পেদনেকার, বিনীত কুমার, প্রকাশ ঝা, শাদ রান্দেভা, কূলদীপ সারিন, পবন কুমার, সারা অর্জুন. হিমাংশু শর্মা এবং নবনীত শ্রীবাস্তবা। বিশাল মিশ্র সঙ্গীত পরিচালনা করেছেন। কমেডি ফিল্ম ‘মেইড ইন চায়না’ মুক্তি পাবে শ্যাডক ফিল্মস এবং জিয়ো স্টুডিওসের ব্যানারে। দীনেশ বিজন প্রযোজনা করেছেন। মিখিল মুসালের পরিচালনায় অভিনয় করেছেন রাজকুমার রাও, মৌনী রায়, বোমান ইরানি, আমায়রা দাস্তুর, পরেশ রাওয়াল, গজরাজ রাও, সমুত ব্যাস, মনোজ জোশি। সঙ্গীত পরিচালনায় সচীন সাংবি, জিগার সারায়া, নরেশ কানোদিয়া এবং মহেশ কানোদিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ