Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম


 রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে আগামী ২৫ বছরের উন্নয়ন কর্ম-পরিকল্পনা নিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মাস্টারপ্লান প্রণয়ন বিষয়ে উন্নয়নের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সুন্দর, স্বাস্থ্যকর, সমৃদ্ধ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রয়োজন সকলের একান্ত সহযোগিতা। নগরবাসীর জীবন যাপনের জন্য সুপরিকল্পিত যুগোপযোগী বাসযোগ্য পরিবেশ তৈরি এবং একটি সুন্দর ভবিষ্যত বিনির্মাণের মাধ্যমে রাজশাহী মহানগরীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৪ সালে প্রথম মাস্টারপ্ল্যানের অধীনে ৩৬৫ কিলোমিটার রাজশাহী মেট্রোপলিটন ডেভলোপমেন্ট প্ল্যান (আরএমডিপি) ২০০৪-২০২৪ প্রণয়ন করা হয়। প্ল্যানটি সরকারী অনুমোদনক্রমে ২০০৫ সালে গেজেট আকারে প্রকাশিত হয় যেটি চার স্তর বিশিষ্ট পরিকল্পনা। সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন বলেন, জনপ্রতিনিধিদের সুপারিশ ও পরামর্শ গ্রহণ করে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। মডেল মাস্টারপ্ল্যান প্রণয়নে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক।

পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেন মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের ডেপুটি টিম লিডার জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ মো. সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলম, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের টিম লিডার খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক শামীম মাহবুবুল হক প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ