প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিনে ম্যাগাজিন সাপ্তাহিক ছায়ালোক এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি এফডিসির জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান, মেজর জেনারেল অব. জীবন কানাই দাস, বিশিষ্ট অভিনেত্রী কোহিনুর আখতার সুচন্দা, মৌসুমী, পরিচালক শহীদুল হক খান, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, চলচ্চিত্র শিল্প সংস্কৃতির একটি অংশ। এক সময় বিনোদন প্রধান এ শিল্পের ঐতিহ্য ছিল। এখন হয়তো মন্দ সময় যাচ্ছে । তবে এর পরিবর্তন হবে। সংস্কৃতিকে লালন করলে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমেরও একটা ভূমিকা থাকে। ছায়ালোক সেই ভূমিকা পালন করবে। ছায়ালোক পত্রিকার সম্পাদক-প্রকাশক আবদুলাহ জেয়াদ বলেন, আপনার পরিবারের বিনোদন সাপ্তাহিক-এই স্লোগান দিয়ে ২০১১ সনে সিনে ম্যাগাজিন ছায়ালোক এর যাত্রা শুরু হয়। এবার ৮ম বর্ষে পদার্পন করলো। এক মলাটে পুরো সিনে ম্যাগাজিন ছায়ালোক। ছায়ালোক বরাবরই অতীত এবং বর্তমান চলচ্চিত্রের মধ্যে মেলবন্ধন তৈরি করে। ছায়ালোকের বড় বৈশিষ্ট হলো পত্রিকাটি কখনো কারো চরিত্র হনন করে না। যার যতটুকু প্রাপ্য ততটুকুই সম্মান জানাই। সব সময় গঠনমূলক সংবাদ প্রকাশ করে থাকে। অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী কোহিনুর আখতার সুচন্দা, অভিনেতা, প্রযোজক, পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা), ইলিয়াস কাঞ্চন, নায়িকা মৌসুমী, জ্যেষ্ঠ চিত্রগ্রাহক রেজা লতিফ, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও পরিচালক শহিদুল হক খান, বেতার ও টিভি উপস্থাপক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক মোহাম্মদ হোসেন জেমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।