Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা ইলিশ ধরার অপরাধে ২৭ জেলে আটক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় মৎস্য বিভাগসহ প্রশাসন গতকাল সকল থেকে বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করছে। বাউফলের তেতুলিয়া নদীতে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত মৎস্য বিভাগ ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ লক্ষ মিটার জালসহ প্রচুর পরিমান মাছ জব্দ, এই সময় মাছ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করে। তাদেরকে বাউফল উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসলে ভ্রম্যমান আদালত ১১ জেলেকে ১ মাস করে কারদন্ড এবং ১৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে।

জালগুল তেতুলীয়া নদীর পারে পুরিয়ে দেয়া হয় এবং জব্দকৃত মাছ বাউফল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদ উল্যাহ ও পটুয়াখালী র‌্যাব-৮ এর কমান্ডার রইস উদ্দীনসহ ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ