বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার দেবহাটায় এক সাথে ৪ সন্তানের জন্ম দিলেন মা রুনা পারভীন। চার নবজাতকের মধ্যে ৩ জন ছেলে, এক জন মেয়ে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে সাতক্ষীরার একটি বে-সরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়েছে।
জানা গেছে, দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী রুনা পারভীন এবারেই প্রথম মা হলেন। সোমবার (২১ অক্টোবর) প্রসব বেদনা উঠলে পরিবারের পক্ষ থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ি রুনা পারভীনকে খুলনায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে গরীব পরিবারটি রুনাকে সাতক্ষীরার বে-সরকারি হাসপাতাল সিবিতে ভর্তি করেন। রাত ২ টার দিকে রুনার সিজার করা হলে তার ৪ টি সন্তান জন্ম গ্রহণ করে। তবে ৪ সন্তানসহ মা রুনা পারভীন এখনো পুরোপুরি সুস্থ্য নয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।