Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার দেবহাটায় এক সাথে ৪ সন্তানের জন্ম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ৬:১৭ পিএম

সাতক্ষীরার দেবহাটায় এক সাথে ৪ সন্তানের জন্ম দিলেন মা রুনা পারভীন। চার নবজাতকের মধ্যে ৩ জন ছেলে, এক জন মেয়ে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে সাতক্ষীরার একটি বে-সরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়েছে।
জানা গেছে, দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী রুনা পারভীন এবারেই প্রথম মা হলেন। সোমবার (২১ অক্টোবর) প্রসব বেদনা উঠলে পরিবারের পক্ষ থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ি রুনা পারভীনকে খুলনায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে গরীব পরিবারটি রুনাকে সাতক্ষীরার বে-সরকারি হাসপাতাল সিবিতে ভর্তি করেন। রাত ২ টার দিকে রুনার সিজার করা হলে তার ৪ টি সন্তান জন্ম গ্রহণ করে। তবে ৪ সন্তানসহ মা রুনা পারভীন এখনো পুরোপুরি সুস্থ্য নয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।



 

Show all comments
  • Abdur Rahim ২২ অক্টোবর, ২০১৯, ৮:২৫ পিএম says : 0
    আল্লাহ যেন মা ও সন্তান্দের সুস্থ্য করে দেন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ