Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর গানে ফিরলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আলম খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

দীর্ঘদিন পর গানে ফিরলেন প্রথিতযশা সঙ্গীতঙ্গ আলম খান। বেশ কয়েক বছর ধরে তিনি গান করছিলেন না। এর কারণ তিনি অসুস্থ ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি গান করলেন। তাও আবার মুভি লর্ড খ্যাত ডিপজলের অনুরোধে। ডিপজল তার নতুন সিনেমা ‘সত্য বচন’-এর জন্য একটি গান করে দিতে অনুরোধ করেন আলম খানকে। যদি তিনি গানটি করে না দেন, তবে তিনি সিনেমাটিই নির্মাণ করবেন না বলে সাফ জানিয়ে দেন। এই অনুরোধ উপেক্ষা করতে পারেননি প্রথিতযশা এই সঙ্গীত পরিচালক। তাই তিনি ডিপজলের চলচ্চিত্রের জন্য একটি গানের সুর করেছেন। গানটির কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ। গানের শিরোনাম ‘চল হারিয়ে যাই রে’। আলম খান গানটি সঙ্গীতশিল্পী সাব্বিরকে দিয়ে গাওয়ানোর সিদ্ধান্ত নেন। তিনি সাব্বিরকে বাসায় ডেকে গানের সুর ধরিয়ে দেন। সাব্বির জানান, এদেশের প্রথিতযশা শিল্পীরা উঠে এসেছেন আলম খানের হাত ধরে। তার সুরে গান গাইলাম। এই কাজটি আমার জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে। একজন লিজেন্ডারি সংগীতজ্ঞের গানে সংগীতায়োজনের পাশাপাশি গেয়েছি। এটাই আমার পরম পাওয়া। সত্য বচন সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ডিপজল ও মৌসুমী। উল্লেখ্য, ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক আলম খানের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ব্যাংককে অস্ত্রোপচার করার পর তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন। আলম খান ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে তালাশ সিনেমায় সংগীত পরিচালনা করেন। ১৯৭০ সালে আবদুর জব্বারের কাচ কাটা হীরে সিনেমায় এককভাবে সংগীত পরিচালনা করেন। তার সুরারোপিত কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে ওরে নীল দরিয়া, আমি একদিন তোমায় না দেখিলে, তুমি যেখানে আমি সেখানে, সবাই তো ভালোবাসা চায়, আমি রজনীগন্ধা ফুলের মতো, হায়রে মানুষ রঙিন ফানুস, জীবনের গল্প আছে বাকি অল্প, বাংলাদেশ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ