Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে অক্ষয়ের সমান সম্মানী দিন : কারিনা কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

বলিউডে পারিশ্রমিক নারী-পুরুষের পারিশ্রমিক সমতার বিতর্কে যোগ দিলেন অভিনেত্রী কারিনা কাপুর। মুম্বাই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজেস (মামি) আয়োজিত জিও মামি মুভি মেলাতে কারিনা বলেছেন তিনি সম্মানীর অসমতা দেখে কখনও কোনও চলচ্চিত্র ছেড়ে দেননি তবে তার পুরুষ সহ-শিল্পীর সমান সম্মানীর প্রত্যাশা করেছেন। “কোনও ফিল্ম ছেড়ে দেবার পেছনে বিভিন্ন কারণ থাকে তবে কখনও এই নির্দিষ্ট কারণে কোনও ফিল্ম ছাড়িনি। তবে আমি আমার পুরুষ সহশিল্পীর সমান সম্মানী পেতে চাই,” আলিয়া ভাট এবং করণ জোহরের সঙ্গে এক আলাপচারিতার সময় কারিনা বলেন। কারিনার আসন্ন ‘গুড নিউজ’ ফিল্মটি করণের ধর্ম প্রডাকশনের সহ-প্রযোজনায় নির্মিত; এই ফিল্মে তিনি অক্ষয়ের সমান সম্মানী পেয়েছেন কীনা জানতে চাইলে তিনি বলেন : আমাকে অক্ষয়ের সমান সম্মানী দিন, তাহলে আমি মামি ছেড়ে চলে যাব!” নিজের পক্ষ সমর্থনে করণ বলেন : “অনেকসময় মানুষ এ নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছে। তবে আমি সবসময় যথাযথ ও যৌক্তিক সম্মানী দিয়ে থাকি। সবসময় তাই করেছি। সবার বাজেট ও আয়ের সম্ভাবনার বিষয়গুলো বিবেচনা করা উচিত। তাই সবসময় এই দিকটি সর্বাগ্রে বিবেচনা করা সম্ভব হয় না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ