Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মেট্রিক্স ফোর’ কাস্টে যুক্ত হলেন নিল প্যাট্রিক হ্যারিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেতা নিল প্যাট্রিক হ্যারিস ‘মেট্রিক্স’ ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পর্বের অভিনয়শিল্পী তালিকায় যোগ দিয়েছেন। নিও ও ট্রিনিটির ভূমিকায় ফিরবেন কিয়ানু রিভস এবং ক্যারি-অ্যান মস। গত সপ্তাহে যোগ দিয়েছেন ইয়াহিয়া আবদুল-মাতিন দ্য সেকেন্ড। নির্মিতব্য ফিল্মের প্লট জানা যায়নি এছাড়া হ্যারিসের ভূমিকা জানান হয়নি। লরেন্স ফিশবার্ন রূপায়িত মর্ফিয়াসের তরুণ কাল নতুন ফিল্মে দেখান হবে, তবে ইয়াহিয়া সেই ভূমিকাটি করবেন কীনা তাও নিশ্চিত হয়নি। গত আগস্টে ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা দেয়, লানা ওয়াচোস্কির চিত্রনাট্য ও পরিচালনায় ‘মেট্রিক্স’ নিয়ে কাজ শুরু হয়েছে এবং রিভস ও মস নতুন পর্বে ফিরছেন। অ্যালেক্সান্ডার হেমন এবং ডেভিড মিচেল চিত্রনাট্যতে সহযোগিতা করেছেন গ্র্যান্ট হিলের সঙ্গে ওয়াচোস্কি বোনরা প্রযোজনা করছেন। ২০২০র শুরুতে শুটিং শুরু হবে। ‘হাউ আই মেট ইওর মাদার’ টিভি সিরিজের তারকা নিলের জন্য এটি চলচ্চিত্রে বড় এক সুযোগ। জানা গেছে নায়োবি চরিত্রে জেডা পিঙ্কেট স্মিথকে ফেরাবার চেষ্টা চলছে। তিনি ‘মেট্রিক্স রিলোডেড’ এবং ‘মেট্রিক্স রেভোলিউশন’ ফিল্ম দুটিতে এই ভূমিকায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ