রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রতাকে আটক করে থানায় নিয়ে আসার সময় বিল্লাল ও তার সহযোগিদের আক্রমণের শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াপাড়া গ্রামে গত রোববার দিবাগত রাতে।
পুলিশ জানায়, ওই গ্রামের ফালুর ছেলে মাদক বিক্রেতা বিল্লাল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করেন এস আই ফাইজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় বিল্লালের সহযোগি একই গ্রামের নুরুন্নবীর ছেলে কাউসার পুলিশের উপর আক্রমণ করে। পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে বিল্লাল ও কাউসার কে আটক করে থানায় নিয়ে আসে। এস আই ফায়জুর রহমান জানান, বিল্লালকে গ্রেফতারের পর তার কিছু আত্মীয় স্বজন তাকে থানায় আনতে বাঁধা দেয়। পরে আমি তাদের গ্রেফতার করে নিয়ে আসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।