রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুরে মৌমাছির কামড়ে শিক্ষার্থীসহ ২০জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার বিভাগ এলাকার নিজাম মে¤া^রের বাড়ির নিকট এই ঘটনা ঘটে। আজিজল, আল-আমিন, লাখি, কালু, ফরিদ, মসলেমসহ ২০জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে উপজেলার কলসনগর এলাকা থেকে ২টি ভ্যান গাড়িতে করে ১০জন স্কুল গামী শিক্ষার্থীদের নিয়ে আসার পথে বিভাগ এলাকার নিজাম মেম্বারের বাড়ির নিকট একটি গাছ থেকে মৌমাছি উড়ে এসে ভ্যানচালকসহ শিক্ষার্থীদের কামড় দেয়। আরও ১০জন পথচারীদেরও কামড় দেয়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসকের নিকট নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে আতদের মধ্যে দুই ভ্যানচালকে অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের এখনও ভর্তি করে রাখা হয়েছে।
চিকিৎসক জগেস কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মৌমাছি ২০জনকে কামড় দিয়েছে। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যানচালক মসলেম আলী (৫০) ও ফরিদ (৪০) নামের ২জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসাধীন রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।