রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএসপিএসসি (অব.) দীর্ঘদিন পর কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে নান্দাইল আগমন উপলক্ষে দলের নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে নান্দাইল-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে নেতাকে বরণ করেন। মোটরসাইকেল বহরটি নান্দাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার সভাপতি, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডিএম সালাউদ্দিন হুমায়ুন, সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান, মুসলেম উদ্দিন ফকির, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস ছাত্তার ভূইয়া উজ্জল, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, আওয়ামী লীগ নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপপ্রকাশনা পরিষদের সদস্য শাহজাহান কবীর সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রফিক।
সভায় উপজেলার, পৌর সভাসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে বিশদ আলোচনা হয়। সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম ১৭ অক্টোবর গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাতের বিস্তারিত বিবরণ তুলে ধরে দল পরিচালনার বিষয়ে দিক নির্দেশনামূলক নির্দেশের আলোকে বক্তব্য রাখেন। সভায় সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে আতœনিয়োগ করতে নান্দাইলবাসীর প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।