Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে আগুনে পুড়ে ১০ বসতঘর ছাই

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার হৈয়া মিয়া বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ আমান উল্ল্যাহ জানান বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে পরে পাশে থাকা গ্যাস সিলেÐার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা হলেন মৃত জামান উল্ল্যাহ ছেলে, আমান উল্ল্যাহ, মৃত আশেক এলাহি ছেলে মফিজুল হক, শহিদ উল্ল্যাহ, লিয়াকত আলী, গোলাম কাদের, জালাল আহম্মেদ এর ছেলে কামাল উদ্দিন ও নুরছাপা, মকসুদ আহম্মেদসহ অন্তত ১০টি কাচা, আধাপাকা ঘর সম্প‚র্ণ ছাই হয়ে যায়। এতে অনেকের জমির দলিল, নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকারসহ সর্বস্ব পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানান আমান উল্ল্যাহ ছেলে এয়াকুব নবী।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক সাহায্য প্রদান করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ