Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় পরিবারের ৪ জনকে অচেতন করে চুরি

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের ৪ জনকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে।
গত রোববার রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) চিত্রা গ্রামে ব্যাবসায়ী মিরাজ হাওলাদারের বসত ঘরে এ চুরির ঘটনা ঘটে।
এতে গৃহকর্তা মিরাজ হাওলাদার (৩২), তার স্ত্রী মমতাজ বেগম (২৮), তাদের মেয়ে রিমা আক্তার (১৩) ও মিরাজের বৃদ্ধা মা ফিরোজা বেগমকে (৬৫) অচেতন করে এ চুরির ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সংঘবদ্ধ একটি চোরের দল কৌশলে পেছনের দরজা খুলে ঘরে ঢুকে পরিাবরের সদস্যদের স্প্রে দিয়ে অচেতন করে নগদ ৩৩ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, ১ টি বিদেশী টর্চলাইট ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ইনন্সপেক্টর (তদন্ত) আ: হক জানান, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তদন্ত করে আইনগত
ব্যবস্থা নেয় হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ