Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যামসাং ইলেক্ট্রনিক্সের এন্টারপ্রাইজ ইভিনিং ২০১৯ অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ৭:১০ পিএম

দেশের সরকারি ও বেসরকারি নানা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, সুপরিচিত স্থপতি এবং পরামর্শকদের উপস্থিতিতে ‘স্যামসাং এন্টারপ্রাইজ ইভিনিং ২০১৯’- এর আয়োজন করেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। স্যামসাং এন্টারপ্রাইজ সল্যুশনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সফল কার্যক্রম পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করবে। ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের সামনে তা তুলে ধরাই ছিলো এ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, হেড অব বিজনেস কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শাহরিয়ার বিন লুৎফর, বি২বি সেলস গ্রুপ প্রিন্সিপাল প্রফেশনাল জুসুন লি, বি২বি লিড মোবাইল ডিভিশন সাইফ উদ্দিন আহমেদ, স্যামসাং বাংলাদেশ হেড অব কাস্টমার স্যাটিসফেকশন হে ডাক লী, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স আইটি এবং বি২বি লিড সামিউল মাসুক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিটাস্কিং বা একসঙ্গে অনেকগুলো কাজ করার লক্ষ্যে নির্মিত ৪৯ ইঞ্চি সুপার আল্ট্রা-ওয়াইড কিউএলইডি মনিটর থেকে শুরু করে বিশ্বের প্রথম ৩৬০ ক্যাসেট এয়ার কন্ডিশনারসহ অসংখ্য এন্টারপ্রাইজ সম্পর্কিত প্রযুক্তিপণ্য অতিথিদের সামনে প্রদর্শন করা হয়। স্যামসাং ফ্লিপ, স্মার্ট সাইনেজ, ভিআরএফ এবং হসপিটালিটি ডিসপ্লেও প্রদর্শিত হয়। এছাড়াও, শক্তিশালী ডাটা নিরাপত্তা নিশ্চিতকারী সল্যুশন ‘স্যামসাং নক্স’- এরও প্রদর্শন করে স্যামসাংয়ের মোবাইল বিজনেস ইউনিট।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, প্রতিনিয়ত উদ্ভাবনী সমাধান এবং উন্মুক্ত অংশীদারিত্বমূলক ইকোসিস্টেমের মাধ্যমে এন্টারপ্রাইজ ইলেক্ট্রনিক্স-এর বাজারে এগিয়ে যাচ্ছে স্যামসাং। আমাদের ব্যবসায়িক পণ্যের বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের উৎপাদনশীলতা বৃদ্ধি, ক্রেতা সম্পৃক্ততা উন্নতিকরণ এবং আইটি ব্যবস্থাপনা সহজ করতে সহায়ক হবে। আমাদের এন্টারপ্রাইজ ক্রেতাদের জন্য নতুন ডিভাইসগুলো নতুন দিগন্তের সূচনা করবে।

উল্লেখ্য, গত ২০০৯ সাল থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স। দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটি এর মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক পণ্য উভয় ক্ষেত্রেই সমানভাবে বাংলাদেশসহ সারাবিশ্বে সুপরিচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ