Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ৫:৫১ পিএম

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৭১ দশমিক ৫ মিলিয়ন হ্যান্ডসেটের বাজারজাত করার মধ্য দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। বৈশ্বিক বাজারে ২১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হারে স্যামসাং এখনো শীর্ষে। অন্যদিকে ১৫ দশমিক ৮ শতাংশে দ্বিতীয় অবস্থানে আছে হুয়াওয়ে, ১০ দশমিক ১ শতাংশ হারে এখনো তৃতীয় স্থান ধরে রেখেছে অ্যাপল। গত বছরের একই সময়ের তুলনায় এবার স্যামসাংয়ের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। যা বিশ্বের মোট স্মার্টফোন বাজারের এক-পঞ্চমাংশ।

স্যামসাংয়ের পক্ষ থেকে তাদের সফলতার বিষয়ে বলা হয়, গ্যালক্সি এস টেন সিরিজ, এ সিরিজ এবং এম সিরিজ। মূলত; শীর্ষ তিনটি স্মার্টফোন যা দ্বিতীয় প্রান্তিকে উত্তর আমেরিকায় মোট রপ্তানীর ২৫ শতাংশ, যার মধ্যে দুটি স্মার্টফোনই (গ্যালাক্সি এস ১০+ ও এস১০ই) স্যামসাংয়ের। এ দুটি ফোনই প্রায় ২ মিলিয়ন করে ডিভাইস রপ্তানীর মাধ্যমে পুরো বাজারের ৬ শতাংশ দখল করে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যামসাং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ