বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টে দর্শকদের মাঠমুখী করতে তেমন কোন প্রচারণা হয়নি বৃহত্তর চট্টগ্রামে। এবারের তৃতীয় আসরটি শুরু হওয়ার তোড়জোড় শুরু হয়েছিল অনেক আগেই। যেভাবে তোড়জোড় শুরু করেছিল টুর্নামেন্টটি মাঠে গড়াতে আয়োজকরা ঠিক সেভাবে করেনি প্রচারণা। অনেক এলাকার লোকজন অভিযোগ করেছেন, এলাকায় এলাকায় ঠিকমতো মাইকিংই করা হয়নি। হয়নি তেমন পোস্টারিংও। এমনকি এলাকায় ছোট ছোট যেসব ক্লাব রয়েছে তারাও ঠিকমতো জানে না কোন কোন দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে! অথচ ফুটবলের প্রাণ হচ্ছে দর্শক। সেই দর্শক যদি না আসে ফুটবলের উত্তেজনা ও আনন্দ কিভাবে থাকে? আয়োজকরা দর্শকদের মাঠমুখী করতে নামমাত্র মূল্যে (১০ টাকায় শুরু) টিকিট বিক্রি করলেও ফুটবলপ্রেমিকরা অবগত হচ্ছে না এমএ আজিজ স্টেডিয়ামে কি খেলা হচ্ছে। এমনিতেই ফুটবল থেকে দর্শকরা ফিরিয়ে নিয়েছে মুখ। তার উপর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ প্রচারণা তেমন কোন কার্যকর ভূমিকা না থাকায় আয়োজকদের দুষছেন অনেকে। তারা বলছেন, এমএ আজিজ স্টেডিয়ামের চেহারা পাল্টালে তো হবে না। ফ্লাডলাইট সংস্কারের পাশাপাশি দর্শকদের মাঠমুখী করতে প্রচার-প্রচারণা আরো বেশি করতে হবে। তাহলেই দর্শকদের উপস্থিতিতে প্রাণ ফিরে পাবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।