Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো রহিঙ্গা নারীকে ভোটার করার চেষ্টা

রামু (কক্সবাজার) উপজেলা সয়বাদদাতা : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 রামুতে জাল কাগজপত্র দিয়ে এক রোহিঙ্গা স্ত্রীকে ভোটার করাতে গিয়ে তার স্বামীকে ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। রোববার দুপুর ২ টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট চাইথোয়াইলা চৌধুরী এ অর্থদন্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলার গর্জনিয়া ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলাকালিন স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম তার রোহিঙ্গা স্ত্রী জয়নাব বেগম (৩২)কে জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে ভোটার হওয়ার জন্য ছবি তুলতে লাইনে দাঁড় করিয়ে দেন। এ সময় সেখানে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আবু হানিফের সন্দেহ হলে ওই মহিলাকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এর কাছে সোপর্দ করেন।
রোহিঙ্গা নারীর স্বামী স্থানীয় গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল গ্রামের ওয়াহেদ আলীর পুত্র ছৈয়দ আলমকে তাৎক্ষনিক ৩ হাজার টাকা জরিমানা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ