Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামের আমান মিয়ার তিন বছরের শিশু পুত্র আরিয়ান গত শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে খেলা করার সময় সকলের অজান্তের খালের পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করার পর খালের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রæত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. শাকের আহমেদ আরিয়ানকে মৃত ঘোষণা করে।

অপরদিকে আটপাড়া উপজেলা তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ উত্তর পাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ৭ বছরের কন্যা শিশু আবিদা আক্তার একই দিন মগড়া নদীর শাখা তুসাই নদীর পানিতে পড়ে মৃত্যু বরণ করেন।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী পৃথক পৃথক স্থানে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ