Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাকে সাইফ তারকা হতে নয় অভিনয়ে মনোযোগ দিতে পরামর্শ দিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেতা সাইফ আরি খান তার কন্যা সারা আলি খানকে তারকা হবার চেষ্টার থেকে বরং অভিনয়ে বেশি মনোযোগ দেবার পরামর্শ দিয়েছেন। কন্যাকে তার ক্যারিয়ারের জন্য কী পরামর্শ দিয়ে থাকেন জানতে চাইলে সাইফ বলেন, “আমি সবসময় তাকে তারকা হবার চেষ্টার থেকে অভিনয়ে মনোযোগ দেবার পরামর্শ দিয়ে থাকি, আর সবসময় যেন সে নিজের মতোই থাকে।” তিনি জানান খ্যাতিকে তিনি পছন্দ করেন না আর মনে করেন খ্যাতি কিছু কাজ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি জানা খ্যাতি বিরক্তিকর কারণ এর কারণে তিনি তার নিজের মত কাজ করার জন্য শহরের পথে বেরোতে পারেন না। রণবীর এলাহাবাদিয়ার উপস্থাপনায় বিয়ারবাইসেপের ভিডিও পডকাস্ট অনুষ্ঠান ‘দ্য রাণবীর শো’তে সাইফ (৪৯) অভিনয় জীবন থেকে অর্থ উপার্জন, মন্দা দিন থেকে ভাল দিন এবং অভিনেতা হিসেবে উৎকর্ষতা লাভ সম্পর্কে বর্ণনা করেন। “আমি ধীরে শিখি। আমার মনে হয় আমি এখনো অভিনয় শিখছি, জীবন সম্পর্কেও,” সাইফ এই অনুষ্ঠানে বলেন। এই শুক্রবার সাইফ আলি খান অভিনীত ‘লাল কাপ্তান’ মুক্তি পেয়েছে। “আমরা মারা যাব এই সত্যই আমাদের চালিত করে,” সাইফ বলেন, “এতে অনুভব আসে এমন কিছু সৃষ্টি করা যাক যা চিরদিন টিকে থাকবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ