Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতের দুনিয়া নেকড়েতে ভরা : ক্রিস্টিনা অ্যাগিলেরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ক্রিস্টিনা অ্যাগিলেরা মনে করেন সঙ্গীত জগত নেকড়েতে ভরা। “এটি নেকড়েতে ভরা এক ব্যবসা। সংশ্লিষ্ট বুড়োদের উদ্দেশ্য ভিন্ন। খুব কম বয়সে এই জগতে পা রেখেছি বলে সহজেই এই জগতের অন্ধকার দিকগুলো দেখেছি আর শুনেছি পুরুষরা নারীদের নিয়ে কী ধরণের কথা বলে, এবং তারা আমার শরীরের বিশেষ অঙ্গ নিয়ে কী বলে,”সানডে টাইমসকে অ্যাগিলেরা বলেন। তিনি মনে করেন : “নারীকে এক মাত্রার প্রাণী হিসেবে পুরুষের দৃষ্টিতে যৌনতার ভিত্তিতে বিবেচনা করলে চলবে না।” তিনি বলেন : ‘প্রথম রেকর্ডের (‘জিনি’) সময় আমি ছিলাম ঠিক সুতোয় বাঁধা পুতুলের মত লেবেল যাই বলত তাই করতে হত। তারপর বিস্ফোরণের মত সাফল্য আসে। “এখন অতীতের কথা ভাবতে মজা লাগে কারণ এখন কাইলি জেনার আছে আছে মাইলি সাইরাস, তারা পুরুষের সাজ নিচ্ছে, আমার ভালই লাগে। তবে আমি আমার হয়ে কথা বলতে চাই, আমি আমার মতোই অভ্যস্ত। “নারীরা একমাত্রার প্রাণী নয় যাদের পুরুষরা যৌনতার ভিত্তিতে বিবেচনা করবে।” “আমি সবসময়ই নির্ভীক হতে চেয়েছি কারণ আমার দুর্বল মাকে আমি দেখেছি সবসময় অধীনস্থ হয়ে থাকতে। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি পুরুষের সামনে অসহায় হয়ে থাকব না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ