Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে পদ্মায় পড়ে শ্রমিক নিখোঁজ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চর বাহদীপুরে কাঁশবন কাটতে গিয়ে নদীর পাড় ভেঙে পড়ে গিয়ে ডাবলু প্রামানিক (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ ডাবলু কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের মধু প্রামানিকের ছেলে। গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টা পর্যন্ত পদ্মা নদীর চর বাহদীপুর এলাকায় উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ ডাবলুকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার চর বাহদুরপুরে কাঁশবন কাটতে গিয়ে নদীর পাড় ভেঙে ২০ জন শ্রমিক নদীতে পড়ে যায়। পরে ১৯ জন শ্রমিক উদ্ধার হলেও ডাবলুকে খুঁজে পাওয়া যায় নি। স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাজশাহী অফিসকে জানালে রাত সাড়ে ৭ টার দিকে একদল ডুবুরি এসে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ডাবলুকে না পেয়ে অভিযান স্থগিত ঘোষণা করেন।

লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, নদীতে তীব্র স্রোত তার পরেও রাজশাহী থেকে আসা ডুবুরি দল শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত খুঁজেও নিখোঁজ ডাবলুকে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোন খোঁজ মিলেনি।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, গত শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত অনেক খুঁজেও নিখোঁজ ডাবলুকে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ