Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মা ইলিশসহ পালাতে গিয়ে খালে পড়ে প্রবাসীর মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ঝালকাঠির রাজাপুরে অতি উৎসাহী জনতার তাড়া খেয়ে মা ইলিশ নিয়ে পালাতে গিয়ে বাবুল হাওলাদার (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল হাওলাদার এই ইউনিয়নের চর উত্তমপুর এলাকার মৃত ইউসুফ আলী হাওলাদার এর ছেলে। মৃত বাবুলের লাশ পুলিশ উদ্ধার করে গতকাল শনিবার ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেছে। তিনি দীর্ঘদিন প্রবাসী হিসেবে সৌদিতে ছিলেন। গত বছর তিনি কর্মজীবন শেষ করে দেশে ফিরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুল হাওলাদার বড়ইয়ার কাচারিবাড়ি এলাকা থেকে মা ইলিশ ক্রয় করে নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানের নামে অতি উৎসাহী জনতার তারা খেয়ে মাছসহ পালানোর সময় ফকিরবাড়ির পশ্চিম পাশের বাগানের মধ্যে থাকা খালে পরে গিয়ে মারা যান। রাজাপুর থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের অনাপত্তি থাকলেও পোস্টমর্টেম করার জন্য রাতেই লাশ রাজাপুর থানায় নিয়ে আসা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ