পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
শীর্ষস্থানীয় মোবাইল ফোন ব্র্যান্ড ম্যাক্সিমাস মোবাইলের স্বত্বাধিকারী ইউনিয়ন গ্রæপ চমৎকার ডিজাইন এবং উদ্ভাবনসহ ক্রেতাদের সাধ্যের নাগালে তিনটি নতুন সংযোজন অরা সিরিজ স্মার্ট মোবাইল ডিভাইস । অরা সিরিজ এর এ তিনটি স্মার্টফোন হলো - অরা ৭৭, অরা ৮৮ এবং অরা ৯৯। হ্যান্ডসেট গুলো পাওয়া যাবে এক্সক্লুসিভ অনলাইন পার্টনার িি.িঢ়রপশধনড়ড়.পড়স সহ যে কোন মোবাইল ফোন দোকানে। যে কোন ব্র্যান্ডের ফ্লাগশিপ ডিভাইসের সাথে ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি পাওয়ার সহ অন্যান্য সকল পার্ফমেন্স এ পাল্লা দিতে সক্ষম এ তিনটি হ্যান্ড সেট। এমন কি অরা সিরিজ এর প্রতিটি সেট তৈরি হয়েছে একই ফ্যাক্টটরিতে যেখানে বিশ্বেও নামিদামি ব্র্যান্ডের ফ্লাগশিপ ডিভাইস প্রস্তুত করা হয়। আর সেট গুলোতে ব্যবহারও করা হয়েছে মান সম্মত সকল পার্টস্ যাতে করে প্রতিটি হ্যান্ডসেটের গুনগত মান নিশ্চিত থাকে। ম্যাক্সিমাস মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর সেট তিনটি সম্পর্কে বলেন, বাংলাদেশের গ্রাহকরা এমন ডিভাইস চান যা ক্রয় সাধ্য এবং একই সাথে ডিজাইন এবং উদ্ভাবনের দিক দিয়ে শীর্ষস্থানীয়। প্রতিটি ডিভাইসেই এমন কিছু বৈশিষ্ট আছে যা সেট গুলোকে করেছে অনন্য যেমন অরা ৮৮ এর ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ১.৫এ ফাস্ট চার্জিং, অরা ৭৭ এর ৮ এমপি/ ৫ এমপি ক্যামেরা সাথে এইপডি আর টেকনোলজি এবং অরা ৯৯ এর ব্যাকটাচ্ সেলফি সেন্সর যা এ দামের সেট এ কখনই ছিলনা। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।