Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু নির্যাতন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 সুনামগঞ্জে ৬ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যাসহ সারাদেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খেলাঘর বরিশাল জেলা শাখা গতকাল মানববন্ধন করেছে।
খেলাঘর বরিশাল জেলা শাখার সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে শিশু নির্যাতন-ধর্ষণসহ হত্যাকা-ের ঘটনা বেড়ে চলেছে। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী শিশু নির্যাতন নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই শিশুদের সুরক্ষা আইনের পরিপূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি বলেও জানান তারা। বক্তারা বলেন, শিশু সংগঠন খেলাঘর আর চায় না শিশুদের ও অভিভাবকদের কান্না দেখতে।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, কাজী সেলিনা, জগলুল হায়দার শাহিন, সমসের আলি মিঠু, শুভংকর চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আহসান উল্লাহ মাইনুল, শহিদুল ইসলাম, কামরুন নাহার, রফিকুল হালিম লাবু প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ