Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে ‘মাতাল ও অচল শ্বেতাঙ্গ বুড়ি’ বললেন গুইনেথ প্যাল্ট্রো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

এল সাময়িকীর উইমেন ইন হলিউড অনুষ্ঠানের জন্য নিজের বক্তব্য আগেই তৈরি করে রাখেননি বলে অভিনেত্রী গুইনেথ প্যাল্ট্রো (৪৭) নিজেকে ‘মাতাল ও অচল শ্বেতাঙ্গ বুড়ি’ বলে উল্লেখ করেছেন। তিনি অনুষ্ঠানটির জন্য প্রস্তুত ছিলেন না বলে এমন ব্যাখ্যা দিয়েছেন নিজের সম্পর্কে। তিনি মঞ্চে উঠে রসিকতা করে বলেন যদি বক্তৃতা তৈরি করতেন এমন বিপত্তি হত না। কিন্তু তিনি এতোটাই ‘অচল শ্বেতাঙ্গ বুড়ি’ আর মাতাল ছিলেন বলে তা করতে পারেননি। এর পর তিনি তার সম্পাদনায় গুপ লাইফস্টাইল (অনলাইন) সাময়িকীর উদ্দেশ্য বর্ণনা করেন। তিনি বলেন : “এখানে নারীদের তাদের সংকোচ কাটিয়ে ওঠার উপায় বলা হয়। আমার জীবনে এটি আসলেও বিরাট পুরস্কার।” ১৯৯০ দশকের ‘সেভেন’ এবং ‘এমা’ চলচ্চিত্রের জন্য তিনি খ্যাতি অর্জন করেন। একই অনুষ্ঠানে ন্যাটালি পোর্টম্যান (৩৮) এবং স্কারলেট জোহানসনকে (৩৪) সম্মাননা দেয়া হয়। পরে ইনস্টাগ্রামে একটি গ্রæপ ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন : “চলচ্চিত্রের নারীদের স্বীকৃতি দেয়ার জন্য এই অসাধারণ সন্ধ্যার আয়োজন করায় এল ইউএসএকে ধন্যবাদ জানাচ্ছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ