রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহরণের দুইদিন পর অপহৃত কিশোরীকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার রাতে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর থেকে সাদ্দাম মিয়া নামের অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সাদ্দামের মুঠোফোন ট্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব এর একটি টিম শ্রীকৃষ্ণপুরের একটি বাড়ি থেকে অপহৃত কিশোরী নাদিরা বেগমকে উদ্ধার ও সাদ্দামকে গ্রেফতার করে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে আসে।
এর আগে ১৫ই অক্টোবর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ওই কিশোরীকে অপরহরণ করে জয়পুরহাটে নিয়ে আসে সাদ্দাম। ওইদিনই অপহৃত কিশোরীর বাবা নবীনগর থানায় মামলা করেন।
নিয়মনীতির তোয়াক্কা নেই
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।