রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বলেছেন, এ দেশ সবার সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি গত বৃহস্পতিবার সকাল ১০টায় নান্দাইল উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তা/কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার বাংলার জনগনের ভাগ্য উন্নয়নে সবকিছু করে যাচ্ছেন। এসব উন্নয়নে সকল পর্যায় জনগনকে সহযোগিতার আহবান জানান।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার। মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এরমধ্যে উপজেলা পরিষদ কার্যালয়, ভূমি অফিস, একটি বাড়ি একটি খামারের প্রকল্প ঘুরে দেখেন ও বাঁশাটি উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সন্ধ্যায় নান্দাইল থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।