Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

তৃতীয় শ্রেণির পদমর্যাদা বহাল রাখার দাবিতে ঝালকাঠির নলছিটিতে পরিবার কল্যাণ সহকারীরা (এফডবিøউএ) মানববন্ধন করেছে। গত শুক্রবার সকাল ১১টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এফডবিøউএ ছাবিনা ইয়াছমিন, নুসরাত জাহান, তাহমিনা আক্তার, খাদিজা বেগম ও নাসিমা বেগম। মানববন্ধনে উপজেলার ১০টি ইউনিয়নের কর্মরত পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।

মানববন্ধনের আয়োজকরা জানান, পরিবার কল্যাণ সহকারীরা (এফডবিøউ) কর্মক্ষেত্রে যোগদানের সময় তৃতীয় শ্রেণির মর্যাদা দেয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সরকারের এক পরিপত্রে এই মর্যাদা তৃতীয় থেকে কমিয়ে চতুর্থ শ্রেণিতে চিহ্নিত করা হচ্ছে, যা সম্পূর্ণ অবমাননাকর। তৃতীয় শ্রেণির মর্যাদা অক্ষুন্ন রেখে পদোন্নতির দাবি জানিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ