রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা চড়াও হয়ে হামলা চালায়। অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার রাত ৮ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার এএস আই মিনার আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বামনিগ্রম গ্রামে মাদক বিরোধি অভিযানে যান। এসময় ওই গ্রামের আজিজার রহমানের পরিবারের লোকজন হাসুয়া, চাকুও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হামলার চেষ্টা ককে। পরে সংবাদ পেয়ে থানা ওসি মো. জালাল উদ্দীন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আজিজারের বাড়ি তল্লাশি করে এক হাজার পিস ইয়াবাসহ তার দুই ছেলে আমজাদ (২৫) ও মো. হামিদুল (৪৮) কে গ্রেফতার করেছে।
এব্যাপারে ৪ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।