Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে একই দিনে দুটি ভবন উদ্ভোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ৬:৩০ পিএম

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি শুক্রবার বিকেলে দুটি ভুমি অফিসের ভবন উদ্বোধন করেন। প্রথমে বিকেল ৪ টায় আরামনগর বাজারে ছাগল হাটিতে সাতপোয়া ইউনিয়ন ভুমি অফিস ও পরে বিকেল ৫টায় বাউসি বাজারে ভাটারা ইউনিয়ন ভুমি অফিসের ভবন উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মদ, সহকারী কমিশনার ভুমি কামরুন্নাহার, বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন পাঠান, উপজেলা আওযামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন, এমপির স্থানীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল, এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, কৃষক সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বলেন, দেশের ১৭ কোটি মানুষের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষন দেশ ও জনগন নিয়ে ভাবেন। তার ভাবনা দেশ ও দশের উন্নয়ন। এ দেশের মানুষ কি খেয়ে বাঁচবে কিভাবে বাচঁবে এ ভাবনা তার নিত্যদিন। তিনি আরো বলেন, সরিষাবাড়ী বাসী উন্নয়নের কি দেখছে, কেবল শুরু। আগামী চার বছরে শুধু সরিষাবাড়ী নয় দেশের কোথাও স্কুল কলেজ মাদরাসা মসজিদ মন্দির অফিস আদালতের কোন নির্মানের বাকী থাকবেনা ইনশায়াল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্য প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ