পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নোয়াখালী কোট মসজিদ সংলগ্ন মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ কর্মসূচি পালন করবে আবদুল মালেক উকিল স্মৃতি সংরক্ষণ কমিটি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মালেক উকিল স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, আবদুল মালেক উকিল ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক এবং মন্ত্রী পরিষদের সাবেক সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।