বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া গ্রাম ও রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের অতিবাহিত হড়াই নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে এলাকার কতিপয় প্রভাব শালী ব্যাক্তি। বৃহস্পতিবার দপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহ মোঃ সজীব এই অবৈধ বাঁধ অপসারণ করেন।
উল্লেখ যে, উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া গ্রাম ও জেলার সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের অতিবাহিত হড়াই নদীতে পানি প্রবাহ বন্ধ করে বাঁদ নির্মাণের কারণে হড়াই নদীর দুই পাশের ৮-১০টি গ্রামের ফসলী জমি পানিতে ডুবে থাকায় এলাকার জনগণের অনেক ক্ষতি সাধিত হচ্ছে। কতিপয় ব্যাক্তি প্রভাব শালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পায় না। অথচ অত্র এলাকার পানি নিষ্কাশনের একমাত্র অবলন্বন এই হড়াই নদী। এই হড়াই নদীতে পানি প্রভাব বন্ধ থাকার কারণে কৃষকেরা আজ সর্বহারা হয়ে পরেছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জরুরী ভিত্তিতে ঘটনা স্থলে পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসি লিখিত ভাবে আবেদন করলে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের নির্দেশ ক্রমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহ মোঃ সজীব এই অবৈধ বাঁধ অপসারণ করে ৮-১০টি গ্রামের কৃষকদের ফসল ক্ষতির থেকে রক্ষা করলেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক, থানা পুলিশ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।