বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন হলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। জনগণ দেশবিরোধী এসব চুক্তি কখনো মেনে নিবে না। এসব চুক্তি অবশ্যই বাতিল করতে হবে।
গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, এসব চুক্তির ফলে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারে ভারত উন্মুক্ত সুযোগ পাবে। এতে করে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ভারতের পূর্বাঞ্চলে মাল আনা-নেয়া করতে দেশের প্রধান প্রধান সড়ক ও রেল পথ ব্যবহার করবে ভারত। বাংলাদেশের ফেনী নদী থেকে পানি তুলে নেওয়ার বৈধতা পাবে। ভারতে গ্যাস রফতানি হবে। বাংলাদেশের উপকূলে ভারত রাডার স্থাপন করে নজরদারি করবে। এই চুক্তিসমূহ বাস্তবায়ন হতে শুরু হলে বাংলাদেশের আর্থসামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা গভীর হুমকির মুখে পড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।