বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদরাসা ছাত্রী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই রায়ে আদালত তাকে ৪০ হাজার টাকা অর্থদ- দিয়েছে। গতকাল (বুধবার) চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। দ-িত মাহমুদুর রহমান হায়দার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালি ওয়ার্ডের বজল আহমদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ আগস্ট বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হন দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় আসামি মাহমুদুর রহমানকে।
আদালত আসামিকে অপহরণের দায়ে ১৪ বছর এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন। একইসঙ্গে পৃথক দুই ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।