Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দুর্নীতিবিরোধী অভিযান উপজেলা পর্যায়েও ছড়িয়ে দিতে হবে’

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

: সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের প্রস্তাব বাস্তবায়ন ও দুর্নীতিবিরোধী চলমান শুদ্ধি অভিযানের সমর্থনে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল করেছে জেলা জাসদ। 

গতকাল বুধবার সকালে নগরীর মদনবাবু রোডস্থ জেলা জাসদ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্মœ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, কৃষক জোট কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক রতন সরকার, মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের যুগ্মœ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ, জেলা শ্রমিক জোটের সভাপতি আলহাজ্ব শামসুল আলম খান।
সমাবেশে কেন্দ্রীয় জাসদের যুগ্মœ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, জনগণের সমর্থনে জঙ্গিবাদ-সন্ত্রাস, সহিংসতা-অন্তর্ঘাত, নাশকতা, আগুনসন্ত্রাস-অশান্তির রাজনীতি কোনঠাসা হয়েছে। দেশ শান্তি-স্থিতিশীলতা, উন্নয়ন-উৎপাদনের পথে অনেক এগিয়েছে। দেশ এক নতুন রাজনৈতিক পর্বে উপনীত হয়েছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকের ব্যবহারসহ সামাজিক অনাচার-অবিচার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে দেশের মানুষ স্বাগত জানিয়েছে জেলা শ্রমিক জোটের সভাপতি আলহাজ্ব শামসুল আলম খান বলেন, দুর্নীতিবিরোধী চলমান শুদ্ধি অভিযান সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়েও এ ধরনের অভিযান এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেশের স্বার্থে এ ধরনের সাহসী উদ্যোগ গ্রহণ করার জন্য।
সমাবেশে অন্য বক্তারা বলেন, বহু কষ্টে অর্জিত শান্তি-স্থিতিশীলতা, উন্নয়ন-উৎপাদনের ধারায় দেশকে এগিয়ে নিতে সুশাসনের কোন বিকল্প নাই। তাই জাসদ, রাজনীতির এ নতুন পর্বে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তিতে উপনীত হতে সরকারসহ দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক দল-শক্তি-মহল-ব্যক্তির প্রতি আহ্বান জানাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ