Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় স্ত্রীসহ চার জনের মৃত্যুদন্ড

কৃষক হানিফ হত্যা মামলা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় দায়ের করা হানিফ আলী খামারু হত্যা মামলায় নারীসহ চার জনের মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- শ্যামল প্রামাণিক, আসমত আলী ম-ল ও মুকুল হোসেন ও হানিফ আলী খামারুর স্ত্রী দোলেনা বেগম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে আসামিরা পূর্ব পরিকল্পনা মোতাবেক হানিফ আলী খামারুকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতের ছেলে আমিরুল ইসলাম ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ১৫ জুন আদালতে চার্জশিট জমা প্রদান করেন। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত এই রায় দেন। রায় ঘোষণা শেষে আসামিদের জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু জাফর সিদ্দিকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ