প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘হোটেল মুম্বাই’ এবং ‘লুটকেস’ ফিল্ম তিনটি মুক্তি পাবার কথা ছিল, শেষ মুহূর্তে ‘লুটকেস’ এবং ‘হোটেল মুম্বাই’র মুক্তি স্থগিত হয়েছে। প্রথম থেকেই ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ আলোচনায় ছিল এবং এখনও যা আলোচনায় সেটিই আছে। ‘লুটকেস’ শুধু স্ট্রিমিং মিডিয়াতে মুক্তি দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে আর ‘হোটেল মুম্বাই’ মুক্তি পাবে ২২ নভেম্বর। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নতুন মুক্তির ফিল্মগুলোর ক্ষেত্রে একমাত্র ফিল্ম হলেও ‘ওয়ার’কে মোকাবেলা করতে হচ্ছে। ঠিক প্রতিযোগিতা না করতে পারলেও গড় আয় করছে ফিল্মটি আর প্রশংসা পেয়েছে খুব। সোনালি বোসের পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ফিল্মটিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত সুরেশ সারাফ। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। বাস্তব একটি পরিবারের বিপর্যয় নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ড্রামা ফিল্মটিকে একটি নিখুঁত টিয়ারজার্কার বলা চলে। আগাগোড়া চোখের পানি ফেলার মত উপকরণ আছে ফিল্মটিতে। ২.৫ কোটি রুপি আয়ে ফিল্মটির যাত্রা শুরু হয়। পরের দুই দিনের আয় যথাক্রমে ৪ কোটি রুপি এবং ৪.২ কোটি রুপি; সপ্তাহান্তের আয় ১০.৭০ কোটি রুপি। সোমবারের আয় ১.৪৫ কোটি রুপি। ফিল্মটি সামগ্রিকভাবে পাঁচে সাড়ে তিন তারকা পেয়েছে। এই সপ্তাহান্ত পর্যন্ত ‘ওয়ার’ আয় করেছে ২৭৬ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।