বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইস্টার্ণ ব্যাংকের ১১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে আটটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল মঙ্গলবার সমন্বিত জেলা কার্যালয় ১-এ এসব মামলা দায়ের করা হয়। মামলায় ব্যাংক কর্মকর্তাসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। দুদক কর্মকর্তারা এসব মামলার বাদী। একটি মামলায় ইস্টার্ণ ব্যাংক চান্দগাঁও শাখার সাবেক ব্যবস্থাপক ইফতেখারুল কবির, বর্তমান ব্যবস্থাপক সামিউল সাহেদ চৌধুরী, জাকির হোসেন বাপ্পী, মাহমুদুল হাসান ও আব্দুল মাবুদকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার বাদী দুদক চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক মোসাঃ মাহমুদা আক্তার। বেশ কয়েকটি মামলাতে এরা সবাই আসামি। অন্য একটি মামলায় ব্যবসায়ী আজম চৌধুরী, খালেদ সাইফুল্লাহকে আসামি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।