প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নব্বই দশকের তুমুল জনপ্রিয় অর্ক নতুন করে যাত্রা শুরু করেছেন। বিভিন্ন সময়ে ভাঙনের কারণে ব্যান্ডটি দীর্ঘদিন অচল অবস্থায় ছিল। এবার নতুন লাইনআপ নিয়ে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে দলটির পুরনো জনপ্রিয় গান নিয়ে স্টেজ ও টিভি শোত শুরু করেছে। দলটির নতুন লাইনআপে আছেন- হাসান (ভোকাল), টিংকু আজিজুর রহমান (কিবোর্ড), এস আই সুমন (গিটার), বেজ গিটার (বুনো) ও জিমি (ড্রামস)। হাসান বলেন, আমাদের আর থামার সুযোগ নেই। আর্ক এখন নতুন লাইনআপে প্রস্তুত। নিয়মিত শো করছি। আর্ক যে এখনও এতটা জনপ্রিয় তা বিভিন্ন শোতে গেলেই অনুভব করি। মানুষের এই ভালোবাসাকে অবহেলা করার সুযোগ নেই। আমরা দেশের বাইরেও কনসার্টের কথা ভাবছি। এ বিষয়ে শিগগিরই জানাবো। হাসান বলেন, আমি জানি, নতুন গানের আশায় আছেন শ্রোতারা। সে বিষয়েও আমাদের কাজ শুরু হয়েছে। আর্কের নিজস্ব স্টাইলেই গানগুলো করছি। সব মিলিয়ে আমাদের যে আয়োজন চলছে তাতে করে এবার আর থামছি না। নিয়মিত সব ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে, এটুকু নিশ্চিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।