Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করে যাত্রা শুরু করেছে ব্যান্ড অর্ক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নব্বই দশকের তুমুল জনপ্রিয় অর্ক নতুন করে যাত্রা শুরু করেছেন। বিভিন্ন সময়ে ভাঙনের কারণে ব্যান্ডটি দীর্ঘদিন অচল অবস্থায় ছিল। এবার নতুন লাইনআপ নিয়ে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে দলটির পুরনো জনপ্রিয় গান নিয়ে স্টেজ ও টিভি শোত শুরু করেছে। দলটির নতুন লাইনআপে আছেন- হাসান (ভোকাল), টিংকু আজিজুর রহমান (কিবোর্ড), এস আই সুমন (গিটার), বেজ গিটার (বুনো) ও জিমি (ড্রামস)। হাসান বলেন, আমাদের আর থামার সুযোগ নেই। আর্ক এখন নতুন লাইনআপে প্রস্তুত। নিয়মিত শো করছি। আর্ক যে এখনও এতটা জনপ্রিয় তা বিভিন্ন শোতে গেলেই অনুভব করি। মানুষের এই ভালোবাসাকে অবহেলা করার সুযোগ নেই। আমরা দেশের বাইরেও কনসার্টের কথা ভাবছি। এ বিষয়ে শিগগিরই জানাবো। হাসান বলেন, আমি জানি, নতুন গানের আশায় আছেন শ্রোতারা। সে বিষয়েও আমাদের কাজ শুরু হয়েছে। আর্কের নিজস্ব স্টাইলেই গানগুলো করছি। সব মিলিয়ে আমাদের যে আয়োজন চলছে তাতে করে এবার আর থামছি না। নিয়মিত সব ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে, এটুকু নিশ্চিত।



 

Show all comments
  • শিবলী ১৬ অক্টোবর, ২০১৯, ১১:০০ এএম says : 0
    আর্ক ব্যান্ড আমার খুবই পছন্দের একটি ব্যান্ড, নতুন করে শুরু করার জন্য আর্ক ব্যান্ডের সব সদস্যদের বিশেষ করে আমার প্রিয় মানুষ হাসান ভাইকে ধন্যবাদ, শুভকামনা রইল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ