রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীতে মা’কে ফেরত পেতে ও এক লম্পটের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে তার তিন সন্তানসহ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসুচীতে এলাকাবাসীর পক্ষে, মন্তাজ উদ্দিন, আনোয়ার হোসেন, সখিনা বেগম, মালেকা বক্তৃতা করেন। এ সময় বক্তারা বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাইটগার্ড এক কন্যা সন্তানের জনক তারিকুল ইসলাম (৩৫) রাজবাড়ীর এক আনসার কমান্ডারের স্ত্রীকে কৌশলে ভাগিয়ে নিয়ে গেছে। সেই সাথে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমান নগদ অর্থ ও স্বর্নালঙ্কার। এই মুহূর্তে তিনটি প্রতিবন্ধী সন্তানের মাকে হারিয়ে চরম বিপাকে পরেছেন পরিবারের অন্য সদস্যরা। তাই অবিলম্বে আরসার কমান্ড্যান্টের স্ত্রীকে ফেরত দিয়ে দোষী তারিকুল ইসলামকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।