Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঘুমধুমে ফাত্রীজিরি কেন্দ্রে নিহত ১ ভোট গ্রহণ স্থগিত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনকালে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ৩ জন আহত হয়। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রিজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ জন মেম্বার পদপ্রার্থীর প্রভাব বিস্তার কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতের নাম মংচি চাকমা (৬০)।

সোমবার ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের পর পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় ফাত্রিজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ