Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের মিথ্যা মামলা, নারীর কারাদণ্ড

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ১০:৩৩ এএম, ১৫ অক্টোবর, ২০১৯

ধর্ষণের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করায় লিমা আক্তার নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ। লিমা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃঞ্চনগর গ্রামের মৃত এছিন আলীর মেয়ে। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ৭ অক্টোবর মামলা দায়ের করেন লিমা আক্তার। এ মামলায় মনির হোসেন ১৮ মাস কারাভোগ করেন। পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ১২ এপ্রিল মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মনির হোসেন বাদী হয়ে লিমা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতে ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মনির হোসেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় লিমাকে ৫ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ