Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে ফেলা হচ্ছে রাজমনি সিনেমা হল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

চলচ্চিত্রের মন্দাবস্থার কারণে ভেঙে ফেলা হচ্ছে ঢাকার কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হল। গত রোববার সিনেমা হলটির মেশিন ও সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলা হবে হলটি। এমন তথ্য দিয়েছেন হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাইয়ের ছেলে মোহাম্মাদ শহীদুল্লাহ। তিনি বলেন, দেশের সিনেমার অবস্থা খুব খারাপ। লাভের মুখ দেখা যাচ্ছে না। একের পর এক লোকসান দিয়ে এভাবে হলটি আর চালানো সম্ভব হলো না। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, সিনেমা হলের জায়গায় বহুতল করপোরেট ভবন নির্মিত হবে। তবে সেখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে খুলতে পারে। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই। উল্লেখ্য, ১৯৮৩ সালে হলটি নির্মাণ করা হয়। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী এই সিনেমা হল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ