Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গা-যমুনা উৎসবে বাঙলা নাট্যদলের মেঘ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

গঙ্গা-যমুনা নাট্য উৎসবে বাঙলা নাট্যদলের দর্শকনন্দিত নাটক মেঘ আজ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলার একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শনী হবে। উৎপল দত্তের রচনা নাটকটি নির্দেশনা দিয়েছেন হ ম সহিদুজ্জামান। নাটকটিতে অভিনয় করেছেন আবিদ আহমেদ, সুবর্ণা মীর, সেলিম বহুরূপী, সৈয়দ গোলাম মুর্তুজা, নাসির আহমেদ দুর্জয়, লিটন খান, আফসানা আক্তার যুথি ও হ ম সহিদুজ্জামান। দলের সাধারণ সম্পাদক ও নির্দেশক হ ম সহিদুজ্জামান জানান দর্শকদের চাহিদা অনুযায়ি উৎপল দত্তের সাহিত্য ও মনস্তাত্তিক নির্ভর গল্প মেঘ নাটকটি মঞ্চে এনেছি। দর্শক নাটকটি ইতিমধ্যে দারুণভাবে উপভোগ করেছে এবং বেশ সাড়াও পেয়েছি। নাটকের গল্পে দেখা যায় সমরেশ স্যানাল কলকাতা শহরের একজন নামকরা সাহিত্যিক। সদ্য সিজোফ্রেনিয়া থেকে সেড়ে উঠেছে। তার সাহিত্যের লেখনীর মায়াজালে আবদ্ধ হয়ে প্রেমে পড়েন মাধুরী। তারা বিয়ে করেন। কিন্তু অসুস্থ সমরেশকে সুস্থতার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেন মাধুরী। বন্ধুসম ডাক্তারের বারবার নিষেধ সত্তে¡ও জটিল ও মনস্তাত্তিক রহস্যময় লেখার মাঝেই নিজেকে হারিয়ে ফেলে সমরেশ। অনিদ্রা ও মানসিক চাপে আরো অসুস্থ হয়ে পড়ে। নাটকটির মঞ্চ নির্মাণে আছেন আবিদ আহমেদ। শব্দ ও আলোক পরিকল্পনায় রয়েছেন নাসির আহমেদ দুর্জয় এবং প্রক্ষেপণে রয়েছেন মিজান রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ