Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিজুয়াল আত্মজীবনী প্রকাশ করবেন রিয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

গায়িকা রিয়ানা তার ভিজুয়াল আত্মজীবনী প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। ৫৫ পৃষ্ঠার এই বইটিতে জন্মস্থান বার্বাডোসে তার শৈশব থেকে শুরু করে শিল্পী এবং একজন উদ্যোক্তা হিসেবে সাফল্য লাভ পর্যন্ত তার ছবি স্থান পাবে ‘রিয়ানা’ নামের এই বইটিতে। জানা গেছে এই বইটিতে রিয়ানার এক হাজারের বেশি ছবি স্থান পাবে, এর মধ্যে অনেকগুলো আগে প্রকাশিত হয়নি। “এই অসাধারণ ছবির সংগ্রহ প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। যে প্রতিভাবান শিল্পী আর আলোকচিত্রী এর জন্য অবদান রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাঁচ বছর ধরে আমরা এটি নিয়ে কাজ করছি। শেষ পর্যন্ত ছবিগুলো সবাইকে দিতে পারছি বলে ভাল লাগছে,” রিয়ানা বলেন। প্রকাশনা সংস্থা ফাইডন ২৪ অক্টোবর এই আত্মজীবনী প্রকাশ করবে। গায়িকা, ফাইডন এবং দ্য হাস ব্রাদার্স এর বাইরে তিনটি সীমিত সংস্করণ প্রকাশ করবে। ফেন্টি এক্স ফাইডন সংস্করণ প্রকাশিত হয়েছে ১০ অক্টোবর। লাক্সারি সুপ্রিম সংস্করণ প্রকাশিত হবে ২০ নভেম্বর। আল্ট্রা লাক্সারি সুপ্রিম সংস্করণ ‘স্টোনার’ এরই মধ্যে অগ্রিম বিক্রি হয়ে গেছে। রবিন ‘রিয়ানা’ ফেন্টি ওরফে রিয়ানার প্রথম অ্যালবাম ‘পন দে রিপ্লে’ ২০০৫ সালে মুক্তি পায়। এরপর তার আরও ৮টি স্টুডিও অ্যালবাম মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ