Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে কলেজছাত্র নিহত

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

চাটখিল নোয়াখালী উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে আসিফ উদ্দিন শান্ত (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ আহত হয়েছে।
নিহত শান্ত বটগ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এছাড়া অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মামা হাবীবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও তার সঙ্গীরা ঘরের ভিতরে ঢুকে ভাগিনা শান্তকে গুলি করে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়লে আরো ৩ জন আহত হয়। পরে স্থানীয়দের ধাওয়াতে তারা পালিয়ে যায়।এদিকে শান্তকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ