Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম


 ইয়াবা উদ্ধারের ঘটনায় এক মামলায় দুই পুলিশ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল রোববার চট্টগ্রাম আদালতের প্রসিউকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই রাছিব খান। এতে নগর পুলিশের সাবেক টিএসআই সিদ্দিকুর রহমান ও রেলওয়ে পুলিশের সাবেক টিএসআই বাবলু খন্দকারকে আসামি করা হয়েছে। দু’জনই কারাগারে আছেন। ইয়াবাসহ ধরা পড়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, টিএসআই বাবলু খন্দকার ও সিদ্দিকুর এক সাথে চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) কর্মরত থাকার সময় থেকে পরিচিত ছিলেন। পুলিশে চাকরির সুবাদে তারা ইয়াবা সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রি করতেন। যেদিন টিএসআই সিদ্দিকুর গ্রেফতার হয়েছিলেন সেখানে বাবলু খন্দকারও উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সটকে পড়েন এবং কর্মস্থল না গিয়ে আত্মগোপনে ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ