Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

১ জোকার
২ ডাউনটন অ্যাবি
৩ অ্যাবোমিনেবল
৪ হাসলার্স
৫ জুডি


জুডি
পিটার কিল্টারের লেখা ব্রডওয়ে মঞ্চ নাটক ‘এন্ড অফ দ্য রেইনবো’ অবলম্বনে রুপার্ট গোল্ড পরিচালিত বায়োগ্রাফিকাল ড্রামা ‘জুডি’। ‘কিং চার্লস দ্য থার্ড’ (২০১৭) এবং ‘ট্রু স্টোর’ (২০১৫) গোল্ড পরিচালিত চলচ্চিত্র। ১৯৬৮ সালের শীতকালের লন্ডন। টক অফ দ্য টাউন (লন্ডন হিপোড্রোম) থিয়েটারে কয়েকটি কনসার্টে অংশ নেবেন কিংবদন্তীর অভিনেত্রী-গায়িকা জুডি গারল্যান্ড; এরই মধ্যে সব কনসার্টের টিকিট বিক্রি হয়ে গেছে। সুতরাং আয়োজক আর দর্শকদের প্রত্যাশা কতটা বিপুল তা স্পষ্ট। এরও ৩০ বছর আগে জুডির অভিনয়ে ‘উইযার্ড অফ অয’ মুক্তি পেয়ে বøকবাস্টার হয়েছিল; এই চলচ্চিত্রে তার গাওয়া গানের কারণেই জুডির বিশ্বখ্যাতি। তিনি আগের মত পারফর্ম করতে পারবেন কীনা তা নিয়েও সন্দেহ আছে। দিন যত ঘনিয়ে আসছে আয়োজক, মিউজিশিয়ান আর বন্ধুদের সঙ্গেও তার সমস্যা সৃষ্টি হয়েছে। সব মিটিয়ে জুডি কি শেষ পর্যন্ত পারবেন প্রত্যাশা পূরণ করতে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ