রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আজ ১৪ অক্টোবর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সদর উপজেলার ১শ’ ৪০টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৬১ হজার ২শ’ ৮২ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
শান্তিপূর্ণ ও নিরেপেক্ষ ভোট গ্রহন সম্পন্ন করতে নির্বাচন ইতিমধ্যে ২০জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি স্ট্রাইকিং টিম ও ভ্রাম্যমান আদালত, ৪ প্লাটুন বিজিবিসহ পুলিশ, র্যাব, আনসারসদস্যসহ প্রায় ৪ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট গ্রহনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আর ২ হাজার ৯শ’ ৯৯জন কর্মকর্তা ভোট গ্রহন কাজে নিয়োজিত রয়েছেন।
এছাড়াও টেকনিক্যাল সাপোর্ট দিতে রয়েছেন সেনা ও বিমান বাহিনীর সদস্যগণ।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন পুরুষ, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
কিছু কিছু প্রার্থী নির্বাচনে কারচুপির আশঙ্কা করলেও জেলা নির্বাচন অফিসার মো. শুক্কুর মিয়া শংকা ওড়িয়ে দিয়ে বলেন, নির্বাচন হবে অবাধ ও নিরপেপেক্ষ। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।