বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নাম ঘোষণা করে জনরোষের শিকার হয়েছেন গুমানতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত। এ সময় অনুষ্ঠান স্থল ত্যাগ করে রেহাই পেয়েছেন তিনি।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে গুমানতলী ফাজিল মাদ্রাসায়ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বর্তমান সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘোষণা করেন। এসময় উপস্থিত সাধারণ জনতা উত্তেজিত হয়ে ওঠেন। তাৎক্ষণিক অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার ও সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিতকে অনুষ্ঠান ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় পালিয়ে রক্ষা পান তিনি।
পরে অনুষ্ঠানের সভাপতি একে ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার অধ্যক্ষকে উপযুক্ত শাস্তির আশ্বাস প্রদান করলে উপস্থিত জনতা শান্ত হয়।
স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।